ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে ই-সেবা বিষয়ক সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
ঠাকুরগাঁওয়ে ই-সেবা বিষয়ক সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও: “টেকসই উন্নয়ন ও সমকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার” -এ স্লোগানকে সামনে রেখে মাঠ পর্যায়ে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন প্রতিনিধি অংশ নেন।
 
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান।
 
বক্তারা জানান, ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ জেলার ৫৩টি ইউনিয়নে ই-তথ্য সেবাকে আরো গতিশীল করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।