ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেয়ের চিঠিতে গুগলকর্মীর ছুটি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ২১, ২০১৪
মেয়ের চিঠিতে গুগলকর্মীর ছুটি!

ঢাকা: ছোট্ট মেয়ে কেটি। তার বাবা কাজ করেন গুগলে।

সপ্তাহে একদিন মাত্র ছুটি পান। সামনেই বাবার জন্মদিন। মিষ্টি কেটির ইচ্ছা, গোটা সপ্তাহ বাবার সাথে সময় কাটানোর।

কি করবে কেটি? তার ছোট্ট মাথায় অতশত না ভেবে সরাসরি চিঠি লিখে ফেলল তার বাবার বসকে। নিজের মত করে কেটি লিখেছে-

‘প্রিয় গুগল কর্মী,
আপনি কি আমাকে নিশ্চিত করবেন, যখন বাবা কাজে যায় তিনি একদিন ছুটি পান। যেমন তিনি বুধবারে ছুটি পেতে পারেন। কারণ বাবা শনিবারে মাত্র একটি ছুটি পায়। ’

ছোট্ট মেয়েটির দোহাই এখানেই থামেনি।
পুনশ্চ দিয়ে লিখেছে, ‘এটা বাবার জন্মদিন!’
পুনঃ পুনশ্চ, ‘আপনি জানেন এটা গ্রীষ্মকাল। ’

ছোট্ট এই শিশুটির সারল্যমাখা চিঠিটির সাড়া না দিয়ে পারেননি বাবার বস ড্যানিয়েল শিপলেকফ! ফিরতি চিঠিতে তিনি লিখেছেন-

‘প্রিয় কেটি,

তোমার চিন্তাশীল চিঠি ও অনুরোধের জন্য ধন্যবাদ। সারা পৃথিবীর লাখ লাখ মানুষ ও গুগলের জন্য তোমার বাবা অনেক সুন্দর ও আনন্দদায়ক নকশা বানাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষ্যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ আমরা তাকে ছুটি হিসেবে দিচ্ছি। উপভোগ কর!’

শিপলেকফ হাফিংটন পোস্টকে নিশ্চিত করেছেন, তার কর্মীদলের গুরুত্বপূর্ণ এই কর্মীর সাথে বিনিময়টি সত্যি এবং তারা তাকে ছুটি দিতে যাচ্ছে।

জয়তু কেটি!

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ২১ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।