ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম্ফনি’র সৌজন্যে বিশ্বকাপ ম্যাচের টিকেট পেলেন কুইজ বিজয়ীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৪
সিম্ফনি’র সৌজন্যে বিশ্বকাপ ম্যাচের টিকেট পেলেন কুইজ বিজয়ীরা

ঢাকা: ‘কুইজ খেলো মোবাইলে, ঘুরে এসো ব্রাজিলে’- এই শিরোনামে সিম্ফনি’র সৌজন্যে এবং বাংলালিংক এর সহায়তায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার শীর্ষ দুজন বিজয়ী পেলেন ফুটবল বিশ্বকাপের ৬৩তম এবং ৫৩তম ম্যাচের টিকেট। এর সঙ্গে ব্রাজিল ঘুরে আসার আকর্ষণীয় সুযোগ।

অবশিষ্ট চারজন বিজয়ী পেলেন সিম্ফনি’র স্মার্টফোন।

১৭ জুন বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সিম্ফনি’র সিনিয়র ডিরেক্টর রিজওয়ানুল হক এবং হেড অব মার্কেটিং রফিক উদ্দিন।


১৫ মে থেকে শুরু হওয়া এ কুইজ প্রতিযোগিতা শেষ হয় ৯ জুন। দুই লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাপ্ত পয়েন্ট এর ভিত্তিতে শীর্ষ ৬ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। ব্রাজিলে বসে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখার দুর্লভ সুযোগ করে দেওয়ার জন্য সিম্ফনিকে আন্তরিক ধন্যবাদ জানান শীর্ষ বিজয়ীরা।

তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন। তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।