ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যোগাযোগ করা যাবে সরাসরি

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর নিজস্ব মোবাইল অ্যাপ উন্মুক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৪
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর নিজস্ব মোবাইল অ্যাপ উন্মুক্ত

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জনসাধারণের সঙ্গে তার যোগাযোগকে আরও সহজ করতে সম্প্রতি চালু করেছেন একটি ব্যক্তিগত মোবাইল অ্যাপ্লিকেশন।

‘Zunaid Ahmed Palak’ নামে গুগল প্লে স্টোরের এই অ্যাপ্লিকেশনে প্রতিমন্ত্রীর জীবনবৃত্তান্ত, তার সম্পর্কে সর্বশেষ খবর, লাইভ ভিডিও কল, সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক ও ফিডব্যাক পাঠানোর সুযোগসহ রয়েছে সরাসরি তাকে কল করার সুযোগ।



নিজস্ব ফেসবুক পাতায় অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করার তথ্য জানিয়ে পলক শনিবার জানান, অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ইজি টেকনোলজি নামে একটি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান।

১.৪ মেগাবাইট আকারের এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ৪.০ এর পরবর্তী যেকোনো অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে।

উল্লেখ করা যেতে পারে, এর মাধ্যমে প্রথমবারের মত কোনো বাংলাদেশি রাজনৈতিক ব্যাক্তিত্বের অ্যাপ প্রকাশ করা হলো।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।