ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিভিটেকের এইচডি পকেট প্রজেক্টরে বিশ্বকাপ অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ভিভিটেকের এইচডি পকেট প্রজেক্টরে বিশ্বকাপ অফার ছবি: সংগৃহীত

কিউমি কিউ-৫ মডেলের ভিভিটেক প্রজেক্টরে বিশেষ অফার ঘোষণা করেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেওয়া এ অফারে কিউমি কিউ-৫ এইচডি প্রজেক্টরের সঙ্গে উপহার হিসেবে আকর্ষণীয় একটি স্পিকার অথবা ১৬ জিবি ইউএসবি পেন ড্রাইভ গ্রহণের সুযোগ পাচ্ছে ক্রেতারা।



পকেট প্রজেক্টরটির দাম পড়বে ৫২ হাজার টাকা। ৪৯০ গ্রাম ওজনের এ পণ্যে ডিএলপি লিঙ্ক প্রযুক্তি এবং পিকো চিপসেট থাকায় এটি থ্রিডি-রেডি প্রজেক্টর। এর ব্রাইটনেস ৫০০ লুমেন্স, কন্ট্রাস্ট রেশিও ১০,০০০:১, এলইডি টাইপের ল্যাম্প লাইফ ৩০,০০০ ঘন্টা। এইচডিএমআই, ইউনিভার্সাল ইনপুট/আউটপুট পোর্ট, এ/ভি ইনপুট/আউটপুট পোর্ট, ইউএসবি সহ বিভিন্ন সংযোগ সুবিধা থাকায় ব্যবহারকারীরা এটি ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট পিসিতে সংযুক্ত করতে পারবে।

অফারটি দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখা অফিসসহ  ডিলার প্রতিষ্ঠানে ১৩ই জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আরো জানতে: ০১৯৭৭৪৭৬৪৫৯।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।