ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিআইআইটি ও ব্র্যাক আইটি’র মধ্যে চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ডিআইআইটি ও  ব্র্যাক আইটি’র মধ্যে চুক্তি

তথ্যপ্রযুক্তি বিষয়ক সব ধরনের শিক্ষা প্রদানের মাধ্যমে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের কর্মীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ও ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে। সোমবার ড্যাফোডিল গ্রুপের বোর্ড রুমে আইসিটি প্রশিক্ষণ, সার্ভিস ও সলিউশান বিষয়ে ডিআইআইটি’র পরিচালক রথিন্দ্রনাথ দাস ও ব্র্যাক আইটি সার্ভিসেস লি: এর মানব সম্পদ বিভাগের প্রধান দিলরুবা শারমিন খান চুক্তিতে সই করেন।


এসময় উপস্থিত ছিলেন ডিআইআইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, উপ পরিচালক শাহ নেওয়াজ মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।