ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউল্যাব ফেসবুক পেইজের ভেরিফিকেশন লাভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
ইউল্যাব ফেসবুক পেইজের ভেরিফিকেশন লাভ

ঢাকা: দেশের অন্যতম বিদ্যাপীঠ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফিকেশন করে টিক মার্ক জুড়ে দিয়েছে।



মূলত ফেসবুক ভেরিফিকেশন নিশ্চিত করে যে, নির্দিষ্ট নামের ফ্যান পেইজটি আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সুতরাং ওই পেইজটিকে ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি স্বীকৃতি দেয়।

বাংলাদেশে ফেসবুক ভেরিফিকেশন সম্পন্ন পেজের সংখ্যা হাতে গোনাই বটে। এর মধ্যে ইউল্যাবের পেইজটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে যা সত্যিই আনন্দের বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফেসবুক পেইজে লাইক প্রায় ১৬ হাজার ৮৭২টি।

চলতি বছরের (২০১৪) মে মাসে ফেসবুক কর্তৃপক্ষ ফ্যান পেইজ এবং প্রোফাইল ভেরিফাই ব্যবস্থার প্রচলন করে।

সাধারণত জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফ্যান পেইজে ফ্যানের সংখ্যা বেশি হলে কিংবা নির্দিষ্ট ফেসবুক ফ্যান পেইজটি আসলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে বিবেচিত হয়। এটা ফেসবুক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে যাচাই-বাছাই শুরু করে। যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলেই কেবল তা ভেরিফায়েড পেইজের মর্যাদা পায়।

বাংলাদেশ সময়:  ২১৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।