ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল গ্লাসের র‍্যাম এখন ২ জিবি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
গুগল গ্লাসের র‍্যাম এখন ২ জিবি

সার্চ জায়ান্টের সাড়া জাগানো পণ্য ‘গুগল গ্লাসে’ এরইমধ্যে বেশকিছু পরিবর্তন এসেছে। নতুন তথ্য মতে, এক্সপ্লোরার প্রোগ্রামসহ র‌্যাম পরিধি বাড়িয়ে ২ জিবি করা হয়েছে।

শুরুতে যা ছিল ১ জিবি। বাজার বিশ্লেষকরা গুগল পণ্যে পরিবর্তনীয় সব বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখছে ২ জিবি র‌্যামকে। তবে ১৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজে কোনো পরিবর্তন আসেনি।

আরো জানানো হয়, ব্যবহারকারীদের মানসম্মত কাজ সম্পাদনের সুবিধা সেইসাথে অধিক সেবা প্রদান করতেই এরুপ পরিবর্তন এনেছে গুগল। তবে পণ্যটিতে আর কি চমক রয়েছে তা জানা যাবে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে।
 
আশা করা হচ্ছে সার্চ জায়ান্ট এসময় গ্লাসের বাজারজাত সীমানা, উপযোগী ভার্সনসহ আরো নতুন খবর সামনে আনবে।
অবশ্য, উল্লেখযোগ্য এই সম্মেলনের মাধ্যমে গ্লাসের নতুন চমক মেলে ধরার পরিকল্পনা গুগল আগে থেকেই করে রেখেছিল।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।