ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে গ্রামীণফোনের থ্রিজি সার্ভিস চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
গোপালগঞ্জে গ্রামীণফোনের থ্রিজি সার্ভিস চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোনের থ্রিজি সার্ভিস চালু হয়েছে।

এ উপলক্ষে গ্রামীণফোনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



বৃহস্পতিবার সকালে “চলো বহু দূর” -স্লোগান নিয়ে জেলা শহরের গ্রামীণফোন সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

দুপুরে স্থানীয় পৌর পার্কে কেক কেটে আনুষ্ঠানিক থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, গ্রামীণফোন খুলনা জোনের এরিয়া ম্যানেজার আসাদুল্লাহ হাবিব খান পাঠান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।