ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাগুরায় বাংলালিংক থ্রিজি উদ্বোধন করলেন সাকিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
মাগুরায় বাংলালিংক থ্রিজি উদ্বোধন করলেন সাকিব

ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শহর মাগুরায় বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করল দেশের অন্যতম মোবাইল টেলিকম কোম্পানি বাংলালিংক।

বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান শনিবার এ সেবার উদ্বোধন করেন।



বাংলালিংকের হেড অব মাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান বলেন, বাংলালিংক সব সময়ই তার প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নতমানের সেবা দিতেই মাগুরায় উদ্বোধন করা হলো থ্রিজি সেবা।

এদিন মাগুরার ডিসি মোড়ের বাংলালিংক পয়েন্ট থেকে শুরু হওয়া জমকালো শোভাযাত্রায় সর্বসাধারণের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ সকলের নজর কাড়ে।

শোভাযাত্রায় থ্রিজি ব্র্যান্ডসমৃদ্ধ ক্যারাভ্যান, ঘোড়ার গাড়ি, প্যাডেল ভ্যান এবং বহুল জনপ্রিয় বাংলালিংকের জিঙ্গেলের সুর সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

গত বছর অক্টোবরে বাণিজ্যিকভাবে থ্রিজি’র যাত্রা শুরু করে বাংলালিংক। খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগরী চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, রংপুর, যশোর, রাজশাহী, কুমিল্লা এবং কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থ্রিজি সেবা পৌঁছে দেয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের রিজিওনাল কর্মাশিয়াল হেড মো. বাবুল হক, পিআর অ্যান্ড কমিউনিকেশনস (অ্যাসোসিয়েট ম্যানেজার, মার্কেটিং) প্রধান ইফতেখার আযম শাফিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ২৮ জুন, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।