ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ইন্টেলের মোবিলিটি রোডশো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
ঢাকায় ইন্টেলের মোবিলিটি রোডশো

ইন্টেল বাংলাদেশ শনিবার ঢাকায় উদযাপন করল ‘ইন্টেল মোবিলিটি রোডশো’। এই রোডশোতে ইন্টেলের উচ্চক্ষমতার বিদ্যুতসাশ্রয়ী ট্যাবলেট এবং Intel® Atom™ processor I Intel® Core™ processor চালিত বর্তমানের বিভিন্ন আকারের ও বৈশিষ্ট্যের সেরা মোবাইল সল্যুশন প্রদর্শন করা হয়।



সেইসঙ্গে ইন্টেলের উদ্ভাবন সারিতে নতুন আরো কি আসছে সে বিষয়েও ধারণা দেয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা মোবাইলের জন্য ইন্টেলের প্রতিনিয়িত উদ্ভাবিত আধুনিক সব প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বলেন, “বর্তমান প্রজন্মের Intel® Atom™ processor গুলো হালকা পাতলা স্মার্টফোন ও ট্যাবলেট থেকে শুরু করে ইন্টেলিজেন্ট কার, ইনোভেটিভ হেলথকেয়ার ডিভাইস, স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং ও ক্লাউডের জন্য উচ্চ ক্ষমতার মাইক্রো সার্ভার কম বিদ্যুত খরচের মাধ্যমে কার্য সম্পাদনে সক্ষম। তিনি আরো বলেন, ইন্টেলের উদ্ভাবন এসব ডিভাইসে একসাথে একাধিক অ্যাপ্লিকেশন যথেষ্ট কার্যকরভাবে পরিচালনা করছে এবং  সহজেই বিভিন্ন সুবিধা ব্যবহারে দারুণ অভিজ্ঞতা পাচ্ছে ব্যবহারকারীরা।

ইন্টেলের বিদ্যমান নানা প্রযুক্তি সম্পর্কে বিস্তর বিবরণী উপস্থাপন করা হয় রোডশোতে। জানানো হয়, বর্তমানে “Bay Trail-T” প্লাটফর্ম যেটি ইন্টেলের সবচেয়ে কার্যকর ও উচ্চক্ষমতা সম্পন্ন SoC (System on Chip)।

ট্যাবলেট ও নোটবুকের জন্য প্লাটফর্মটিতে যেমন কম পাওয়ারের চিপ রয়েছে তেমনিভাবে ডেস্কটপ কম্পিউটারের জন্য রয়েছে অধিক শক্তিশালী চিপ। এটি অধিক ব্যবহৃত ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর উপযোগী করে তৈরি। তাছাড়া প্রযুক্তিপণ্য প্রস্তুতকারীদের বিভিন্ন দামের অধিকতর পাতলা, হালকা ও অধিক শক্তিশালী ডিভাইস তৈরির সুযোগ করে দিচ্ছে।

তিন ধরনের Bay Trail এর একটি  ট্যাবলেটের জন্য Bay Trail-T (Intel’s Atom Processor Z3000 series) এবং এন্ট্রি লেভেলের ল্যাপটপ ও ডেস্কটপের জন্য Bay Trail-M I Bay Trail-D । এটি উইন্ডোজ এইট  এবং অ্যান্ড্রয়েডেও  একই হার্ডওয়্যার কনফিগারেশন সমর্থন করে।

সীসা ও হ্যালোজেন মুক্ত প্রক্রিয়ায় প্রস্তুত হওয়ায় Intel® Atom™ processor পরিবেশবান্ধব।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।