ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দ্বিতীয়বার বেসিস সভাপতি নির্বাচিত হলেন শামীম আহসান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
দ্বিতীয়বার বেসিস সভাপতি নির্বাচিত হলেন শামীম আহসান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের সফটওয়্যার ও আইটিইএস শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব  সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৪-১৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে দ্বিতীয়বার  নির্বাচিত হয়েছেন শামীম আহসান।

কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনের বেসিস অডিটোরিয়ামে গত শনিবার অনুষ্ঠিত বেসিস কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ফলাফল প্রাথমিকভাবে জানানো হয়।

আর পূর্বঘোষিত সময় অনুযায়ী বেসিস নির্বাচন বোর্ড ৩০ জুন সোমবার নির্বাচিতদের মধ্যে পদবন্টন করেন।

নতুন কার্যনির্বাহী পরিষদে অন্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ,  সহ সভাপতি পদে সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রাশিদুল হাসান, মহাসচিব পদে বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব পদে অ্যাডভান্সড ই আরপি’র ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান সোহেল,  কোষাধ্যক্ষ পদে টেকনোবিডি ওয়েব সলিউশন্স’র ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ এবং পরিচালক পদে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সানি মো: আশরাফ খান, আপডেট সলিউশন্স টেকনোলজিস লিমিটেডের পরিচালক সামিরা জুবেরী হিমিকা ও ই-সফটের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হাসান নির্বাচিত হয়েছেন।  

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সভাপতি শামীম আহসান বলেন, ২০১৮ সাল নাগাদ  “ওয়ান বাংলাদেশ” গড়ার যে রূপকল্প ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নে বেসিস কার্যনির্বাহী পরিষদ জোরালোভাবে কাজ শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৮২২ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।