ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংকে ওপেরার আরও উন্নত মোবাইল ওয়েব ব্রাউজিং

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
বাংলালিংকে ওপেরার আরও উন্নত মোবাইল ওয়েব ব্রাউজিং

ঢাকা: ফুটবল উন্মাদনার মধ্যেই অপেরা সফটওয়্যার বুধবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক এর সাথে তার অংশীদারিত্ব ঘোষণা করেছে। আর এ অংশিদ্বারিত্ব হচ্ছে বাংলালিংক এর প্রায় ২ কোটি ৯০ লাখের মত গ্রাহকদের জন্য একটি বিশেষ কো- ব্র্যান্ডেড মোবাইল ওয়েব ব্রাউজার প্রদানের জন্য।



বিশেষ কো- ব্র্যান্ডেড অপেরা মিনি বাংলালিংক গ্রাহকদের জন্য উপযুক্ত একটি সমৃদ্ধ, দ্রুত এবং দক্ষ ডাটা মোবাইল ব্রাউজার। বিশেষ করে কম মূল্যের মোবাইলের জন্য উপযুক্ত ও আদর্শ হবে এটি। অপেরা মিনি ব্রাউজার থেকে সহজে বাংলালিংক ভয়েস গ্রাহক,  নিয়মিত তাদের হ্যান্ডসেটে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারবে।

এছাড়াও গ্রাহকরা তাদের ব্রাউজিং অভিজ্ঞতা কাস্টমাইজ এবং যেমন ফেসবুক বা গুগল হিসেবে প্রিয় ইন্টারনেট সেবা তাদের হোমপেজ থেকে সরাসরি একটি ক্লিকেই কোনো কিছু সার্চ করতে বা সাইটে প্রবেশ করতে পারবেন। গ্রাহকরা অপেরা মিনি এর স্পিড ডায়াল থেকে সরাসরি এক ক্লিকে ইন্টারনেট এক্সেস ক্রয়ের জন্য বাংলালিংক অনলাইন ওয়েব পোর্টাল ব্যবহার করতে সক্ষম হবে।

এই কাস্টমাইজড সংস্করণের সঙ্গে, ব্যবহারকারীরা ফুটবল ওয়েবসাইটে http://wcc.sports.opera.com/ একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবে এবং এই ফুটবল মৌসুমকে আরও উত্তেজনাপূর্ণ করতে পারবে। এছাড়াও অপেরা বাংলালিংক গ্রাহকদের জন্য সর্বশেষ স্মার্টফোনের কিছু পুরস্কারসহ একটি প্রতিযোগিতার চালু করেছে।


বাংলালিংক এর মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, “আমরা সবসময় গ্রাহকদের একটি সমৃদ্ধ এবং সুন্দর অভিজ্ঞতা দিতে চেষ্টা করি। গ্রাহকদের জন্য অপেরার মতো বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতে পেরে সত্যিই আনন্দিত; এটি বিশেষভাবে দ্রুত এবং শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী। ”

অপেরা সফটওয়্যার, দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট, সুনীল কামাথ বলেন, ‘অপেরায়- আমরা সবসময় পৃথিবী জুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আরও আগ্রহী করে তোলার চেষ্টা করি। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ র্মাকেট এবং আমরা অংশীদারিত্বের মাধ্যমে আমাদের উপস্থিতি প্রসারিত করতে পেরে খুশি।   আমরা জানি বাংলাদেশীরা ফুটবল কত ভালবাসেন! তাই এই ফুটবল মৌসুমে তাদের করতে সাহায্য চাই। তারা এখন ইন্টারনেটে তাদের প্রিয় স্পোর্টস অনলাইন ব্যবহার করতে পারবেন। এমনকি এ জন্য তাদের ব্যয় নিয়ে বা মোবাইল ডিভাইস নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। ’

বাংলালিংক গ্রাহক কেবল Opera টাইপ  করে একটি SMS 9090 নম্বরে পাঠালেই ফিরতি SMS এ অপেরা মিনি ডাউনলোড লিংক পেয়ে যাবেন। কোন এসএমএস চার্জ প্রযোজ্য হবে না। এছাড়া তারা m.opera.com ভিজিট করে অপেরা মিনি এন কাস্টমাইজড সংস্করণ ডাউনলোড করতে পারেন।

বাংলালিংক গ্রাহকদের জন্য http://wcc.sports.opera.com/ সাইটে গিয়ে ফুটবল কুইজে অংশগ্রহণ করে স্মার্টফোনের জয় করার সুযোগ থাকছে। এ পেজটি অপেরা মিনি স্পিড ডায়াল থেকে সরাসরি প্রবেশ করা যাবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।