ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলো ওকাপিয়া হ্যান্ডসেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
বাজারে এলো ওকাপিয়া হ্যান্ডসেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বাজারে এলো নতুন হ্যান্ডসেট ব্র্যান্ড ওকাপিয়া।   দেশব্যাপী সাড়ে তিন হাজার আউটলেটে পাওয়া যাবে চায়না ভিত্তিক এই হ্যান্ডসেটটি।



বৃহস্পতিবার দেশের ৪৭টি ভেন্যুতে আনুষ্ঠানিক ভাবে এর বিক্রি উদ্বোধন করা হয়।

বিশেষ বৈশিষ্ট্যে সম্পন্ন এই হ্যান্ডসেট ওকাপিয়া হ্যান্ডসেটের সার্ভিস সেন্টার খোলা হয়েছে রাজধানীর অভিজাত বিপণি বিতান বসুন্ধরা সিটি মার্কেটে।

সকালে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন ওকাপিয়া লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস ও ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন।

সুব্রত দাস বলেন, বাংলাদেশি গ্রাহকদের রুচি ও সামর্থ্য সব বিবেচনায় নিয়ে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারজাত করা হয়েছে। আশা করি গ্রাহকদের পছন্দ হবে এটি।

তোফাজ্জল হোসেন বলেন, সারা দেশের সাড়ে তিন হাজার আউট লেটে আজ থেকে ওকাপিয়া হ্যান্ডসেটটি পাওয়া যাবে। ৪৭টি ভেন্যুতে এর যাত্রা শুরু হলো। এর মধ্যে আমাদের রয়েছে ১৪টি সার্ভিস সেন্টার রয়েছে।   

সংশ্লিষ্টরা জানান, চায়না থেকে হ্যান্ডসেটগুলো আমদানি করা হবে। এর নূন্যতম দাম পড়বে ১ হাজার ১০০ টাকা। আর সর্বোচ্চ ১৭ হাজার টাকা।

এখন পর্যন্ত আটটি বিশেষ মডেলের সেট বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা,  জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।