ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এখনই ডট কমে ‘ডিজিটাল ঈদ মেলা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
এখনই ডট কমে ‘ডিজিটাল ঈদ মেলা’

ঈদের কেনাকাটা এবার জমে উঠছে অনলাইনেও। নানা ব্যস্ততার মাঝে বাজারে বাজারে না ঘুরে কেনাকাটার সুবিধা সেইসাথে প্রচন্ড যানজট থেকে মুক্তি দিতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান এখনই ডট কম “এখনই ডট কম ডিজিটাল ঈদ মেলা ২০১৪” আয়োজন করেছে।



আগামী ৫ জুলাই থেকে শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই ঈদ মেলা। পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কামিজ, শাড়ি, জুয়েলারি, টি-শার্ট, সানগ্লাস সহ বাহারি সব সামগ্রীর সমাহার থাকছে মেলায়। ফলে কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্টস্থানে বসে বাজারের সব ধরনের পণ্যই পেয়ে যাবেন এখানে। এছাড়া বিশেষ ছাড়ের সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা www.akhoni.com ওয়েবসাইটটি ভিজিট করে নিজের জন্য এবং প্রিয়জনদের উপহার দিতে সহজেই বেছে নিতে পারেন চমৎকার সব সামগ্রী।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।