ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘প্রোলিংক ফটো অনিক্স’ দুর থেকেই তুলবে সেলফি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
‘প্রোলিংক ফটো অনিক্স’ দুর থেকেই তুলবে সেলফি

স্মার্টফোন, ট্যাব ব্যবহারকারীরা অনেকেই এখন সেলফি তুলতে অভ্যস্ত। যে কাজটি এখন তারা আরো সহজ ও সাচ্ছন্দ্যে করতে পারবে।



ট্যাব ও স্মার্টফান থেকে সেলফি ও উইফি তোলার জন্য অভিনব স্মার্টফোন ক্যামেরা রিমোট দেশের বাজারে এসেছে। প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউার সোর্স সেলফিপ্রেমীদের জন্য পণ্যটি পরিবেশন করছে।

‘প্রোলিংক ফটো অনিক্স’ ডিভাইসটি  ব্লু-টুথ-৪ এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যুক্ত করে ৩০ মিটার দূরত্বের মধ্যে সেলফি ও উইফি তুলতে সক্ষম।
উল্লেখ্য, মাত্র এক ক্লিকেই ৮টি ডিভাইসের সঙ্গে এটি সংযুক্ত করে ইচ্ছেমতো সেলফি তোলার কাজ করতে পারবে ব্যবহারকারীরা ।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রোলিংক ফটো অনিক্সের দাম পড়বে এক হাজার ২০০ টাকা।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।