ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আরবি শেখার নতুন অ্যাপ জিস্লেট অ্যারাবিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
আরবি শেখার নতুন অ্যাপ জিস্লেট অ্যারাবিক

ঢাকা: জিস্লেট ইংলিশ এবং বাংলা অ্যাপের সাফল্যের পর আরবি শেখার জন্য গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লি. নিয়ে এসেছে অনন্য এক অ্যাপ ‘জিস্লেট অ্যারাবিক’।

শিশু থেকে শুরু করে বড়রাও খুব সহজেই আরবি বর্ণ এবং সংখ্যা লেখা ও পড়া রপ্ত করে নিতে পারবেন এর মাধ্যমে।

এই অ্যাপে চক এবং স্লেটের নিঁখুত শব্দ ব্যবহার করা হয়েছে, যা এটিকে করেছে আরো আকর্ষণীয়।

জিস্লেটের ফ্রি বেটা ভার্সন এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে-স্টোরে। আর ব্যবহার করা যাবে যে কোনো এন্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেট কম্পিউটারে।

ভাষা শিক্ষা ক্ষেত্রে গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের জিস্লেট অ্যাপ্লিকেশনগুলো ইতোমধ্যেই বেশ জনপ্রিয়।

মহাখালীতে অবস্থিত গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের  অফিসে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আই. হক সম্প্রতি জিস্লেট অ্যারাবিক   উন্মোচন করেন।

ই-এডুকেশন এর ওপর বিভিন্ন গবেষণা এবং উন্নয়ন ঘটানো বাংলাদেশে আমাদের কার্যক্রমের বিশেষ অংশ বলে মন্তব্য করেন কাজী আই. হক।

তিনি বলেন, এর মাধ্যমে খুব সহজেই লেখা ও পড়ার ফাংশনগুলো ব্যবহার করা যায় এবং আরবি বর্ণ ও সংখ্যা সহজেই রপ্ত করে নেওয়া যায়।

তিনি বলেন, জিস্লেটে উচ্চারণের পাশাপাশি সংশ্লিষ্ট ছবি ভেসে ওঠে, যা শিশুদের জন্য ভীষণ আকর্ষণীয়। ফলে, শিশুরা আরবি বর্ণমালা শেখার পাশাপাশি উচ্চারণ শিখে নিতে পারছে যা আরবি শেখাকে করে তুলবে আরো সহজ।

উল্লেখ্য, এর আগে বাজারে আনা জিস্লেট ইংলিশ এবং জিস্লেট বাংলা ১০,০০০ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে।

ডাউনলোড করতে ভিজিট করুন- Google Play Store at gSlate Arabic

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।