ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভয়েস কল সুবিধার ‘থ্রিজি ট্যাব’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
ভয়েস কল সুবিধার ‘থ্রিজি ট্যাব’

লেনোভো ব্র্যান্ডের ‘ইয়োগা ৮ মডেলের’ থ্রিজি ট্যাবলেট পিসি দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ট্যাবটিতে থাকা বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ব্যবহারকারী নিজের সুবিধামতো হাতে ধরে, স্ট্যান্ডের মাধ্যমে কাত রেখে অথবা খাঁড়া রেখে কাজ করতে পারবে।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ১.২ গিগাহার্জ এমটি৮১২৫ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি ৠাম, ১৬ জিবি ডেটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার।

অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ সংস্করণ। ৮-ইঞ্চি পর্দায় ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টি-টাচ্ আইপিএস প্রযুক্তির ট্যাবটির সবোর্চ্চ ব্যাকআপ সুবিধা ১৮ ঘন্টা পর্যন্ত।

ব্যবহারকারীরা ভয়েস কলের পাশাপাশি ৩জি মোবাইল ডেটা বা ইন্টারনেট সুবিধাও পাবে। দাম ২৬ হাজার ৫‘শ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।