ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

করের আওতায় আসছে ঢাকা সিটির মোবাইল টাওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
করের আওতায় আসছে ঢাকা সিটির মোবাইল টাওয়ার ছবি: ফাইল ফটো

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছর থেকে রাজধানীর বিভিন্ন ভবনে স্থাপিত মোবাইল অপারেটরের টাওয়ারগুলোকে করের আওতায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবন মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিসিসি-দক্ষিণ) প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব আনা হয়েছে।


এদিন ডিসিসি-দক্ষিণের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

এসময় ডিসিসি-দক্ষিণের প্রশাসক মো. ইব্রাহিম হোসেন খান বলেন, এখন থেকে রাজধানীর যেকোনো ভবনে মোবাইল টাওয়ার স্থাপন করলেই কর দিতে হবে। এ সংক্রান্ত প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, মোবাইল টাওয়ারগুলো করের আওতায় আনতে পারলে এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব হবে। তাই বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসময় অন্যদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. আব্দুল্লাহ আল হারুন,  প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন জাভেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।