ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি ব্র্যান্ডের নতুন পণ্য বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
এইচপি ব্র্যান্ডের নতুন পণ্য বাজারে

এইচপি ব্র্যান্ডের নতুন ১৪-ডি০০৮এইউ মডেলের ল্যাপটপ এবং ২০-এ২১৩এল মডেলের কোর আইথ্রি অল ইন ওয়ান পিসি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। পণ্য দুটির পরিবেশক প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।



১৪.১ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনেশনের এলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে এএমডি ই১-২১০০ মডেলের প্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক। এছাড়া এইচপি ব্রাইট ভিউ ওয়াইড স্ক্রিন ডিসপ্লে, ওয়েবক্যাম, ওয়াইফাই, ডিভিডি রাইটার সহ প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য রয়েছে এতে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম পড়বে ২৭০০ টাকা।

আর এইচপি ব্র্যান্ডের ২০-এ২১৩এল মডেলের অল ইন ওয়ান পিসিটি ইন্টেল থার্ড জেনারেশনের কোর আইথ্রি প্রসেসর সম্পন্ন। ২০ ইঞ্চি এলইডি পর্দার এ পণ্যের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, এইচডি গ্রাফিক্স। অন্যান্য সুবিধায় আছে ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, মিডিয়া কার্ড রিডার, ওয়াইফাই এবং ইউএসবি কিবোর্ড ও মাউস। দাম পড়বে ৪২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।