ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘মিথ্রি’র জন্য ১ লাখের বেশি নিবন্ধন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
‘মিথ্রি’র জন্য ১ লাখের বেশি নিবন্ধন

মোবাইল ফোন নির্মাতা এক্সিওমি ‘মিথ্রি’ বিক্রির জন্য এক লাখের বেশি নিবন্ধনকৃত গ্রাহক পেয়েছে। বাজারে না ‌আসতেই পণ্যটির জন্য এতো বেশি গ্রাহক যা থেকে ধারণা করা হচ্ছে এক্সিওমি’র মজুদে থাকা প্রায় অর্ধেক পণ্যই ফুরিয়ে যাবে।

তাছাড়া প্রতিষ্ঠানটির যেকোনো পণ্য অত্যন্ত সীমিত মুজদ রাখার প্রবণতা রয়েছে। সেই থেকেই মিথ্রি’র ক্ষেত্রেও যে ব্যতিক্রম কিছু ঘটবেনা এমনই আভাস আসছে।

তথ্য মতে, ভারতে এক্সিওমি পণ্যের বাজার খুব সন্তোষজনক। বিপণণ ক্ষেত্রে এরইমধ্যে অবিশ্বাস্য কিছু সফলতা অর্জন করেছে ব্র্যান্ডটি। তাই এখন অপেক্ষার পালা এক্সিওমি’র নতুন দুটি পণ্যের বিক্রির রেকর্ড শোনার। কেননা মিথ্রি,র পাশাপাশি এক্সিওমি তাদের পরবর্তী বাণিজ্যিক পণ্য মি ফোর ঘোষণার সমস্ত প্রস্ত্ততি শেষ করেছে।

এর আগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ভাইস প্রেসিডেন্ট লিন বিন তার ওয়েবো অ্যাকাউন্টের মাধ্যমে পণ্যটি প্রকাশের বেশ কিছু তথ্য ফাঁস করেছিল।

জানা গেছে আজ থেকে বিক্রি শুরু হবে মিথ্রি। তবে নিবন্ধনের জন্য আগ্রহীরা আগামী ২৮ জুলাই পর্যন্ত সময় পাচ্ছে। এবারেও ব্র্যান্ডটির বাণিজ্যিক কার্যক্রমে মধ্যস্থতা করছে অনলাইনের খুচরা বিক্রেতা ফ্লিপকার্ট। এছাড়া বলা হয়েছে, স্মার্টফোনটি ক্রয়ের ক্ষেত্রে আগ্রহীদের অবশ্যই প্রথমে নিবন্ধন করতে হবে এরপরেই গ্রাহক অনলাইনে বাই বাটনে ক্লিকের সুযোগ পাবে।

প্রতিষ্ঠানটি বিবরণীতে জানায়, এরইমধ্যে এক্সিওমি’র অধিক প্রতিক্ষীত হ্যান্ডসেটটির জন্য ১ লাখের আধিক নিবন্ধন গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছে যেটি বিস্ময়কর।

বিগত সময়ের অবিশ্বাস্য সব বিক্রির রেকর্ড বিশ্লেষণ করে কয়েক মিনিটের মধ্যে স্টকের পণ্য শেষ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা হচ্ছে। তাই ফ্লিকার্ট মাধ্যমে গ্রাহকদের পণ্যটি পেতে রীতিমতো যুদ্ধ করতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই বলছে আলোচকরা।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।