ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে মাইক্রোল্যাব ‘সলো৯সি মিনি’ হোম থিয়েটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
বাজারে মাইক্রোল্যাব ‘সলো৯সি মিনি’ হোম থিয়েটার

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কম্পিউটার সোর্স দেশের বাজারে এনেছে মাইক্রোল্যাব ব্র্যান্ডের সোলো৯সি মডেলের মিনি হোম থিয়েটার। স্পিকারটিতে রয়েছে ১৪০ ওয়াট আরএমএস আউটপুট, ফলে এর শব্দ যেমন জোরালো তেমনি ভরাট।

মডেলটির প্রতিটি স্পিকারে ৬.৫ ইঞ্চি আকারের দুইটি বেস ড্রাইভার ও একটি করে ১.৫ ইঞ্চি টুইটার রয়েছে। অন্যান্য সুবিধায় পাওয়া যাবে ইচডিএমআই পোর্ট সহ অক্সিলারি ইনপুট এবং টিসলিংক ও কজিয়্যাল ইন্টরাফেস প্রযুক্তি যেটি  যেকোনো মিডিয়া প্লেয়ারে এইচডি কোয়ালিটির সাউন্ড প্রেরণ করে। এছাড়া দূর থেকেই শব্দ নিয়ন্ত্রণে রিমোটকন্ট্রোলার এবং প্রয়োজনে সরাসরি কন্ট্রোলের জন্য রয়েছে তিনটি হুইল।

ধূলো-বালি থেকে নিরাপদ রাখতে কাঠের ফ্রেমের দৃষ্টিনন্দন এই স্পিকারটিতে রয়েছে ডাস্ট কভার।

এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এই হোমথিয়েটারের দাম ১৮ হাজার ৫০০ টাকা।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।