ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কারমুডি’তে অ্যান্ড্রয়েড অ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
কারমুডি’তে অ্যান্ড্রয়েড অ্যাপ

অনলাইনে গাড়ি বিক্রির প্ল্যাটফর্ম কারমুডি  গ্রাহক সেবায় নতুন অভিজ্ঞতা দিতে মাধ্যমটিতে যোগ করেছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এই অ্যাপটির মাধ্যমে  হাজারো গাড়ির তালিকা থেকে নিজের পছন্দের গাড়িটি বাছাই করা যাবে।

বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার ১৭ টি দেশে অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপটি পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীদের সুবিধার্থে ৯ টি ভাষা রয়েছে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।

কম্পিউটার ব্যবহারকারীদের মতো মোবাইল ব্যবহারকারীরাও  এই অ্যাপটির মাধ্যমে কারমুডির সব রকমের সেবা উপভোগ করতে পারবে। এমনকি নির্বাচিত গাড়ির বিষয়ে অন্যদের মতামত নিতে তা সামাজিক মাধ্যমে শেয়ার করা যাবে। এছাড়া ব্যবহারকারী  পছন্দানুযায়ী একটি তালিকা তৈরি করে রাখতে পারবেন। ফলে যখনই সংরক্ষিত তালিকার সাথে মানানসই কোনো গাড়ি কারমুডির ওয়েবসাইটের তালিকায় আসবে, তখনই একটি বার্তা ব্যবহারকারীর কাছে পৌছে যাবে। ক্রেতারা অ্যাপটিতে নিকটস্থ শোরুমের তথ্য পাবে।

প্রাতিষ্ঠানিক সুত্র মতে, প্রতিমাসে ১ মিলিয়নের অধিক ব্যবহারকারী ওয়েবসাইটটি ভিজিট করে থাকে । এরইমধ্যে ১৫ হাজার যানবাহন এবং ৪৫০টি শোরুম অনলাইনে তালিকাভুক্ত করা হয়েছে।   উল্লেখ্য, কারমুডি ওয়েবসাইটের প্রায় ২ লাখ গাড়ির তালিকা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের গাড়ি আছে ১৫ হাজারটি।
প্রসঙ্গত, ২০১৩ সালে কারমুডি  প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ, ক্যামেরুন, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরিকোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সেনেগাল, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং শ্রীলংকায় এর কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।