ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের ‘এসটিইপি’ নিয়ে সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের ‘এসটিইপি’ নিয়ে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর গ্রাফিক আর্টস ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের উন্নয়ন বিষয়ক সেমিনারে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) গোলাম মো. জহিরুল আলম বলেন,  ‘মুদ্রণ ও গ্রাফিক ডিজাইন জাতিকে অস্পষ্টতা ও কুসংস্কার থেকে আলোর পথে নিয়ে আসে। জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ  ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দেশের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি। ’

“গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের উন্নয়নে স্কিলস অ্যান্ড ট্র্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি) গুরুত্ব” শীর্ষক সেমিনারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞাঁর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মো. মোখলেসুর রহমান এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট হাসিনা নেওয়াজ। আবুল কাশেম বলেন, উন্নত জাতি গঠনে প্রয়োজন বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা। একটি দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে সুদৃঢ় করতে  কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্বায়নের এই যুগে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হলে প্রয়োজন কারিগরি শিক্ষা।  

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট হাসিনা নেওয়াজ বলেন, বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইন্সটিটিউট। যেখান থেকে প্রিন্টিং ও গ্রাফিক ডিজাইনের উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করা হয়। তিনি বলেন, গ্রাফিক আর্টস থেকে পাস করা প্রতিটি ছাত্র-ছাত্রী হতে পারে উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।