ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নজরদারী ‘প্রযুক্তির’ হার্ডডিস্ক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
নজরদারী ‘প্রযুক্তির’ হার্ডডিস্ক

ঈদের ছুটিতে বাসা, অফিস বিপনীবিতান বা বাণিজ্যকেন্দ্রের নিরাপত্তায় সহায়তা করতে নাজরদারী প্রযুক্তির (সার্ভেইলেন্স) হার্ডডিস্ক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। বিশ্বনন্দিত ডব্লিউডি ব্রান্ডের পারপেল সিরিজেই এই হার্ডডিস্কটি ডিভিআর এবং পিসি উভয় সিস্টেমেই চলে।

এই হার্ডডিস্কে ৩২টি ক্যামেরা ব্যবহার করা যায়। নিরবিচ্ছিন্নভাবে দশ লাখ ঘণ্টা পর্যন্ত রেকর্ড করতে সক্ষম এই ইন্টারনাল হার্ডডিস্কের ধারণ ক্ষমতা ২ টেরাবাইট।

এই ড্রাইভটিতে ছয়টি ক্যামেরায় দশমিক ৩ মেগাপিক্সেলে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে রাউন্ড দ্য ক্লক ১৪ দিন পর্যন্ত একটানা রেকর্ড রাখতে পারে। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে পরে  রেকর্ড দেখে এর পূর্বাপর বিষয় অনুসন্ধান যেমন সহজ হয়, তেমনি সন্দেহজনক গতিবিধি বিশ্লেষণ করে আগে ভাগেই দুস্কৃতিকারীদের দমন করা সহজ হয়।

আট হাজার ২০০টাকায় ডব্লিউডি পার্পেল হার্ডড্রাইভটির সঙ্গে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। এছাড়াও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে এবং অরিজিনাল হার্ডডিস্ক হিসেবে এর মোড়কে রয়েছে  ‘বাই-৪৮’ ভেরিভাই সাইন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।