ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল রিচার্জ সহজ করতে মিডিয়াসফট-রবি’র সমঝোতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
মোবাইল রিচার্জ সহজ করতে  মিডিয়াসফট-রবি’র সমঝোতা

ঢাকা: গ্রাহকদের জন্য ব্যালেন্স রিচার্জকে আরও সহজ করতে মিডিয়াসফট ডাটা সিস্টেমস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে রাজস্বের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

রোববার রবি কর্পোরেটর অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন রবি আজিয়াটা লিমিটেডের ডেভেলপড মার্কেটের সেলস অ্যান্ড সার্ভিসেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ ও মিডিয়াসফট ডাটা সিস্টেমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোপাল দেবনাথ।



রবি’র মার্কেট ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট এইচ.এম তরিকুল কামরুল, জেনারেল ম্যানেজার মোশাররফ খান ইয়াফি, ম্যানেজার রনি বৈদ্য, ম্যানেজার আরিফুল হক এবং মিডিয়াসফট ডাটার এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আরিফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, আগস্ট ১০, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।