ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুগলার বিকি রাসেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুগলার বিকি রাসেল বিকি রাসেল

ঢাকা: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্টিত হয়ে গেল ‘এ সেশন উইথ বিকি রাসেল’ শীর্ষক সেমিনার।

গত মঙ্গলবার বিকালের এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুগলের এজেন্সি ডেভলপমেন্ট প্রধান বিকি রাসেল।



তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচোনা করেন। ছাত্র ছাত্রীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আরও আগ্রহী হতে উৎসাহ প্রদান করেন বিকি রাসেল।

এছাড়া তিনি গুগলের মতো বড় জায়গায় কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বেশি করে জানার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ‘গুগলে আমার সহকর্মীরা সবসময়ই নতুন নতুন বিষয়ে জানতে আগ্রহী, আর এভাবেই তারা তাদের কাজের পরিধি বাড়াচ্ছেন। ’

সেমিনারের তথ্য-প্রযুক্তির বর্তমান ও ভবিষ্যৎ নয়ে আলোচোনা করা হয়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর জাহিদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আন্নাজিয়াত রাসেল ছাড়াও ব্র্যাক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেমিনারটির আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।