ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্যাশন টেক :

বিশ্বকাপ বিনোদনে এলসিডি টিভি মনিটর

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
বিশ্বকাপ বিনোদনে এলসিডি টিভি মনিটর

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বিখ্যাত এলজি ব্র্যান্ডের এম২২৭ডব্লিউএ মডেলের এলসিডি টিভি মনিটর এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ২১.৫ ইঞ্চি প্রশস্ত।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

মাল্টি ফাংশন হাইডেফিনিশনের এ এলসিডি মনিটরে আছে আধুনিক মানের বিল্টইন টিভি কার্ড। এটি মূলত একটি বিনোদন বাক্স। কাজের সঙ্গে বিনোদনে যেমন টিভি প্রোগ্রাম, গেম খেলা, মুভি দেখা, গান শোনার কাজেও এ মনিটর ব্যবহারযোগ্য।

মনিটরটির সবচেয়ে চমকপ্রদ ফিচারটি হচ্ছে পিকচার ইন পিকচার ফাংশন। এর মাধ্যমে এ মনিটরে একই সঙ্গে কমপিউটারের কাজ এবং টিভি প্রোগ্রাম উপভোগ করা যায়।

অন্য সব ফিচারের মধ্যে আছে ত্রিমাত্রিক সাররাউন্ড স্পিকার, রিমোট কন্ট্রোল, ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন, কন্ট্রাস্ট রেশিও, ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, এস ভিডিও, কম্পোজিট এবং ২টি এইচডিএমআই পোর্ট সুবিধা।

এ মুহূর্তে দাম ১৯ হাজার ৮০০ টাকা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ০১৭১৩২৫৭৯২২, ৮১২৩২৮১।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৫, মার্চ ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।