ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিয়শপ ডটকমে ছাড়ের ছড়াছড়ি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
প্রিয়শপ ডটকমে ছাড়ের ছড়াছড়ি

অনলাইনে কেনাকাটার র্শীষস্থানীয় ই-কমার্স মাধ্যম প্রিয়শপ ডটকম (priyoshop.com) সম্প্রতি তাদের ফেসবুক পেজে ৩ লাখ ভক্তের মাইলফলক র্অজন করায় ক্রেতাদের জন্য ঘোষণা দিয়েছে ‘মাথা নষ্ট’ নামে  এক বিশেষ অফার।

এখানে পণ্য ক্রয়ে বাজারের তুলনায় সবচেয়ে কমদাম, ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, একটি কিনলে একটি ফ্রিসহ নানা অফার রয়েছে।



টি-র্শাট, পোলো র্শাট, থ্রি-পিসসহ নানা পোশাক, ঘড়ি, জুয়েলারি, বিউটি ও ফ্যাশন পণ্য, গৃহস্থালী ও অ্যাক্সেসরিজ পণ্য পাওয়া যাচ্ছে সবচেয়ে কমদামে।

কম্বো অফারে ঘড়ি, কলম, থ্রিডি চশমা, গেঞ্জিতে ১০ থেকে ৫৩ শতাংশ ছাড় এবং হরেক রকমের এলইডি মাশরুম লাইড ও ব্যাটারি চালিত টুথব্রাশে ৬০ শতাংশ র্পযন্ত ছাড়সহ একটি কিনলে আরেকটি উপহার থাকছে।

ম্যাডনেস অফারে আইপড শাফল রেপ্লিকা, ২১টি পরিবর্তনযোগ্য ডায়াল ও ফিতার ডাবল ঘড়ি, পানিচালিত ডিজিটাল এলসিডি ঘড়ি, কম্পাসসহ জায়নামাজ ও একের ভেতর পাঁচ বউটি কেয়ার মেসেজার ৪৫ শতাংশ র্পযন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে।

এছাড়া মেগা অফারের আওতায় টাইটানিক নেকলেস, অটোমেটিক টুথপেস্ট ডিসপেন্সার, ইলেকট্রিক ফুট মেসেজার, এলইডি ফ্ল্যাশলাইট, মাল্টি টুলস, সিকিউরিটি অ্যার্লাম র্ক্লকসহ নানা পণ্যে রয়েছে ৪৫ শতাংশ র্পযন্ত ছাড়। হাতে আঁকা নকশার এক্সক্লুসভি বেডশিটে রয়েছে ২৫ শতাংশ ছাড়।

অনলাইনের আগ্রহী ক্রেতারা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অফারটি উপভোগের সুযোগ পাবেন। অনলাইন পেমেন্ট, বিকাশ এমনকি পণ্য হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধের (পে অন ডেলিভারি)  সুবধিা পাবনে গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।