ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুইদিনের ক্যাম্পাস আইটি উৎসব ১৪ সেপ্টেম্বর শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
দুইদিনের ক্যাম্পাস আইটি উৎসব ১৪ সেপ্টেম্বর শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুই দিনব্যাপী ক্যাম্পাস আইটি উৎসব-২০১৪ আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।



সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি ও সরকারের আইটি বিভাগের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এই উৎসবে দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের ১৫০০ শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী মানুষ অংশ নেবেন।

উৎসবে সেমিনার, কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২২, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।