ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় লেনোভো ব্যবস্থাপনা পরিচালক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
ঢাকায় লেনোভো ব্যবস্থাপনা পরিচালক

দেশের স্বনামধন্য আইটি পণ্য আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের নতুন শাখা অফিস এখন  গুলশান ২ নম্বরে ।   সোমবার নাম ফলক উন্মোচন এবং ফিতা কেটে শাখা অফিসটির উদ্বোধন করেন ব্যবসায়িক উদ্দেশ্যে ঢাকায় সফরে আসা লেনোভোর দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অমর বাবু।

এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, গ্লোবাল ব্র্যান্ড এবং লেনোভোর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী শেষে তিনি গ্লোবাল ব্র্যান্ডের পরিচালকবৃন্দসহ তাঁর সকল সদস্যদের নিয়ে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি মার্কেট, এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্লান সেন্টার আইটি মার্কেট পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান আইটি মার্কেট সম্পর্কে সম্যক ধারণা, বাংলাদেশে লেনোভোর বর্তমান অবস্থা অবগত হওয়া এবং ব্যবসায়িক মত বিনিময়  করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।