ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন-৬’র আরো ছবি প্রকাশ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
আইফোন-৬’র আরো ছবি প্রকাশ!

ঢাকা: গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক সংবাদের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬ নিয়ে মানুষের এ আগ্রহ আরো একধাপ বাড়িয়ে দিল অ্যাপল বিষয়ক সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমার্স।



ফেল্ডভক.কম’র লোগো সংবলিত বেশ কয়েকটি ছবি সম্প্রতি ওয়েবসাইটি প্রকাশ করেছে। যা আইফোন-৬’র বলে ধারণা করা হচ্ছে। ছবিতে হ্যান্ডসেটটির ফ্রন্ট প্যানেল ও পাশ থেকে দেখতে কেমন হবে সে চিত্র তুলে ধরেছে ওয়েবসাইটটি।

অ্যাপল তার পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬ গোলাকৃতির করবে এমন ধারণা আগেই প্রচলিত ছিল। প্রকাশিত ছবির মাধ্যমে বিষয়টি সবার কাছে আরো বাস্তব হলো।

অ্যাপল দুই পর্দার (৪.৭ ও ৫.৫) আইফোন-৬ আনার কথা বললেও প্রকাশিত ছবিগুলো ৪.৭ পর্দার বলে জানিয়েছে ম্যাকরিউমার্স।

আইফোন-৬, আইফোন-৫এস’র চেয়ে পাতলা হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।   এছাড়া ছবিতে হ্যান্ডসেটটির স্পিকারের ক্ষেত্রেও ভিন্নতা দেখা গেছে।

প্রকাশিত ছবিতে হ্যান্ডসেটটি দেখতে অনেকটা আইপেড মিনি, আইপেড এয়ার ও সম্প্রতি বাজারে আসা আইপড টাচের মতো।
phone6
এর আগে হ্যান্ডসেটটির টিএমজি’র লোগো সংবলিত একটি ছবি প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চীনের ফক্সকন কারখানায় যেখানে হ্যান্ডসেটটি তৈরি হচ্ছে সেখান থেকে সাবেক কোনো কর্মকর্তা হ্যান্ডসেটটি ‘চুরি’ করে তা ছড়িয়ে দিয়েছেন বলে সংবাদমাধ্যম জানায়।

আগামী ৯ সেপ্টেম্বর আইফোন-৬ বাজারে আসবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

৬৪-বিট ‍এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮।

২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।