ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে তোশিবার নতুন ৮ মডেলের ল্যাপটপ উন্মুক্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
দেশে তোশিবার নতুন ৮ মডেলের ল্যাপটপ উন্মুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বখ্যাত তোশিবা ব্রান্ডের নতুন ৮টি মডেলের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। বুধবার রাজধানীর এক রেস্তোরায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর, প্রতিষ্ঠানের উপ মহাব্যবস্থাপক এবং ল্যাপটপ ও ব্র্যান্ড পিসি বিভাগের প্রধান মুজাহিদ আল বেরুনী আহমেদের উপস্থিতিতে স্যাটেলাইট সিরিজের এনভি১০টি, সি৫০, এল৪০, এল৫০, পি৫০, টেক্রা সিরিজের জেড৪০ এবং পোর্টিজি আর৩০, জেড৩০ মডেলের ল্যাপটপগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।



অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তোশিবা বিশ্বে সর্বপ্রথম কমার্শিয়াল ল্যাপটপ ব্রান্ড। জাপানি ব্র্যান্ড হওয়ায় বাজার দখলের তুলনায় পণ্যের গুনগত মান ও ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতের দিকেই বেশি গুরুত্ব দেয় তোশিবা। অন্যান্য ব্রান্ডের তুলনায় তোশিবা ল্যাপটপ বেশি টেকসই এবং ওয়্যারেন্টি ক্লেইমও আনুপাতিক হারে অনেক কম। যে কারণে তোশিবা বিশ্বব্যাপী একটি আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।

জাফর আহমেদ বক্তব্যে বলেন, তোশিবা ল্যাপটপের কর্পোরেট ডায়লগই হচ্ছে ‘লিডিং ইনোভেশন’। প্রথম কমার্শিয়াল ল্যাপটপ প্রস্তুত ছাড়াও তোশিবাই প্রথম ল্যাপটপে ডিভিডি রাইটার, স্মার্ট কার্ড, ওয়াইফাই এবং কালার ডিসপ্লে ব্যবহার শুরু করে। আর এভাবেই উন্নত পণ্য প্রস্তুতের ক্ষেত্রে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে।  

মুজাহিদ আল বেরুনী জানান, সব শ্রেনীর ব্যবহারকারীর কথা বিবেচনায় রেখে এবার আমরা বিভিন্ন মূল্যসীমার মধ্যে বৈচিত্র্যময় মডেলের ল্যাপটপ বাজারে ছাড়ছি। এগুলো ২৮ হাজার ৭’শ টাকা থেকে ১ লাখ ৮১ হাজার ৫‘শ টাকার মধ্যে পাওয়া যাবে।

যার মধ্যে স্যাটেলাইট সি৫০ মডেলটি সবচেয়ে সাশ্রয়ী। ইন্টেল চতুর্থ প্রজন্মের টার্বো বুস্ট টেকনোলজির এই সেলেরন ডুয়ালকোর ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি ৠাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ, স্লিম ডিভিডি রাইটার এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড। ওজন মাত্র ২.২ কেজি হওয়ায় সমআকৃতির অন্যান্য ল্যাপটপের তুলনায় এর বহনযোগ্যতাও  বেশি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম পড়বে ২৮ হাজার ৭’শ টাকা।

অন্যদিকে হেভি ডিউটি, হাই পাওয়ার ব্যাকআপ, আল্ট্রা স্লিম এবং লাইট ওয়েটের প্রতি যাদের দুর্বলতা তাদের জন্য রয়েছে টেক্রা এবং পোর্টিজি সিরিজের তিনটি মডেল। আর গেমারদের জন্য স্যাটেলাইট পি৫০ মডেলটি বিশেষ কার্যকর।   পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজাহিদ আল বেরুনী।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।