ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাসে হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ৬০ কোটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
মাসে হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ৬০ কোটি

ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াটস অ্যাপকে ১৯ কোটি ডলারে কিনে নেয় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। সে থেকে দিনদিন এ অ্যাপের গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে।



বর্তমানে প্রতিমাসে ৬০ কোটি মানুষ নিয়মিতভাবে হোয়াটস অ্যাপ ব্যবহার করে থাকেন বলে এক টুইট বার্তায় জানিয়েছে প্রতিষ্ঠাতা জেন কউম।

টুইটে তিনি লেখেন, প্রতিমাসে ৬০ কোটি ব্যবহারকারী হোয়াটস অ্যাপে সক্রিয় রয়েছেন। দিনদিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

হোয়াটস অ্যাপের মাধ্যমে মানুষ প্রতিদিন ৭০ কোটি ছবি ও ১০ কোটি ভিডিও শেয়ার করে থাকেন।

ফেসবুক যখন হোয়াটস অ্যাপকে কিনে তখন এর ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৫ কোটি।

বিশ্বে ১২৩ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করলেও ঠিক কত সংখ্যক মানুষ দু’টিই (ফেসবুক, হোয়াটস অ্যাপ) ব্যবহার করেন তা নিয়ে কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০৬ আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।