ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মৌলভীবাজারে এয়ারটেলের থ্রিজি-সেবা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
মৌলভীবাজারে এয়ারটেলের থ্রিজি-সেবা চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারে থ্রিজি-সেবা চালু করেছে মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

বুধবার দুপুরে এয়ারটেল কার্যালয়ে কেক কেটে থ্রিজির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

পরে শহরে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন- এয়ারটেল সিলেট জোনাল ম্যানেজার এম খোরসেদ আলম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, স্থানীয় এয়ারটেল ডিস্ট্রিবিউটর আয়াছ আহমদসহ এয়াটেলের কর্মকর্তা ও গ্রাহক।

এয়ারটেল জোনাল ম্যানেজার বলেন, মৌলভীবাজারে গ্রাহকদের কাছে এয়ারটেলের থ্রিজি-সেবা পৌঁছে দিতে পেরে প্রতিষ্ঠানটি খুবই আনন্দিত। এই সেবার মাধ্যমে শহরের শিক্ষা ও সেবা খাতে আরও উন্নতি ও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

গ্রাহকদের সর্বোত্তম থ্রিজি-সেবা নিশ্চিত ও বাংলাদেশের থ্রিজি নেটওয়ার্কের প্রসার ঘটানোর লক্ষ্যে এটি এয়ারটেলের একটি অগ্রযাত্রা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।