ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিঙ্গাপুরে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে’ বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
সিঙ্গাপুরে  ‘বাংলাদেশ  ইনভেস্টমেন্ট সামিটে’ বেসিস

এশিয়ার বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী করতে সিঙ্গাপুরের দ্য ফোর সিজনস’এ অনুষ্ঠিত হবে দ্বিতীয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, এশিয়া।

আগামী ৪ সেপ্টেম্বর দিনব্যাপী আয়োজিত এই সামিটে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান।



কিভাবে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি সেক্টর এগিয়ে যাচ্ছে সেই সাফলতা, সক্ষমতা, বিনিয়োগ সম্ভাবনা, এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের পরবর্তী গন্তব্যস্থল (নেক্সট ডেস্টিনেশন) নিয়ে আলোচনা করবেন তিনি। সেইসাথে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।

কেন্দ্রীয় ব্যাংক, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) অফিস ও বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরাও এ সামিটে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।