ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটিপিইসি’র নতুন সদস্য বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
আইটিপিইসি’র নতুন সদস্য বাংলাদেশ

ঢাকা: ইনফরমেশন টেকনোলোজি প্রোফেশনালস এক্সামিনেশন কাউন্সিলে (আইটিপিইসি) সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। ফলে আইসিটি পেশাজীবীদের আন্তর্জাতিক দক্ষতা পরিমাপের সুযোগ সৃষ্টি হয়েছে।



সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক সমঝোতা স্বারক সই অনুষ্ঠানের মাধ্যমে এ বাংলাদেশ এ সদস্যপদ লাভ করে।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিসিসি’র নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন। অন্যদিকে ইনফরমেশন টেকনোলোজী প্রোমশন এজেন্সির (আইপিএ) পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসায়া তানাকা।
 
এ সময় উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, জাপান এক্সর্টানাল ট্রেড অর্গানাইজেশন- জেটরোর প্রতিনিধি কিও কায়ানো, জাপানের অর্থ ও বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-মহাপরিচালক হিদিইয়োকি ওয়াসি, ও প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ  হোসেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।