ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাদার পণ্যের পার্টনার সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
ব্রাদার পণ্যের পার্টনার সম্মেলন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড আয়োজিত বরিশালে ব্রাদার পণ্যের পার্টনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ারের পরিচালনায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে দিনব্যাপী ‘ব্রাদার পার্টনার কনফারেন্স’ শীর্ষক ব্যবসায়িক অংশীদার সম্মেলনে অংশগ্রহন করেন বরিশাল জেলা ও তার আশ-পাশে অবস্থিত ব্রাদার পণ্যের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা।



অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ব্রাদার প্রিন্টারের বিভিন্ন পণ্য সামগ্রীর উপর ডিজিটাল উপস্থাপনা এবং ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

এ সময় গ্লোবাল ব্র্যান্ডের বরিশাল শো-রুম ইন-চার্জ মুসফিক মঈনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।