ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইক্লাউডের নিরাপত্তা বাড়াচ্ছে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
আইক্লাউডের নিরাপত্তা বাড়াচ্ছে অ্যাপল

ঢাকা: সম্প্রতি একশ’ হলিউড অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁস হওয়ায় আইক্লাউড নিয়ে সমালোচনার মুখে পড়ে অ্যাপল। আইক্লাউডের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে নয়, অভিনেত্রীদের পাসওয়ার্ডের দুর্বলতার কারণেই এমনটি ঘটেছে, বলে প্রথমে এমন দাবি করলেও এ বিষয়ে নড়েচড়ে বসেছে অ্যাপল।

ওই ঘটনার পর আইক্লাউডের নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপের কথা জানিয়েছে অ্যাপল।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) টিম কুক।

সংবাদমাধ্যমটি জানায়, আইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ পরিবর্তন করতে চাইলে বা কোনো ফাইল ডাউনলোড করতে চাইলে এটি একটি স্বয়ংক্রিয় অ্যালার্ট দেবে। এতে ব্যবহারকারী তাৎক্ষণিক তা জানতে পেরে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন বা অ্যাপল সিকিউরিটিকে জানাতে পারবেন।

আগামী দু’সপ্তাহের মধ্যে এ অ্যালার্ট চালু করা হবে বলে জানিয়েছেন টিম কুক।

এছাড়া অ্যাপলের ‘টু-ফেক্টর ভেরিফিকেশন’ সিস্টেমও আরো উন্নত করার কথা জানিয়েছেন কুক।

সাক্ষাৎকারে কুক বলেন, মানুষ কিভাবে পাসওয়ার্ডকে আরো সুরক্ষিত রাখতে পারেন সে বিষয়ে সচেতন করতে কাজ করছে অ্যাপল।

ক্লাউডকে কম্পিউটারের পরিবর্তে ইন্টারনেটে চালিত সফটওয়্যার ও সেবা বলা যেতে পারে। অ্যাপলের আইক্লাউড, ড্রপবক্স, নেটফ্লিক্স, অ্যামাজন ক্লাউড ড্রাইভ, ফ্লিকার, গুগল ড্রাইভ, মাইক্রোসফটঅফিস৩৬৫, ইয়াহুমেইল সবগুলোই ক্লাউড সেবা।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।