ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘জিরো টু ইনফিনিটি’র সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
‘জিরো টু ইনফিনিটি’র সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাসিক বিজ্ঞান সাময়িকী “জিরো টু ইনফিনিটি’ আয়োজিত “জিরো টু ইনফিনিটি টকস’র সপ্তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এবারে ‘দ্য সিক্রেট প্যাটার্ন অব সাকসেসফুল মাইন্ডস’ নিয়ে কথা বলেছেন  তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ।

  যিনি অনলাইনভিত্তিক বই বিকিকিনি প্রতিষ্ঠান রকমারি ডট কম,  অন্যরকম সফটওয়্যার,  অন্যরকম সলিউশন, অন্যরকম ওয়েব সার্ভিস, অন্যরকম প্রকাশনী, টেকশপ, পাইল্যাবস বাংলাদেশ’ সহ বেশ কয়েকটি উদ্যোগের সমন্বয়ে প্রতিষ্ঠিত অন্যরকম গ্রুপের চেয়ারম্যান।

সফলতা যেন এক অধরা স্বপ্ন। তবুও সফলদের স্বপ্নগাঁথা খোঁজে যুগে যুগে স্বপ্নবাজেরা পেয়েছে অণুপ্ররেণা। কেমন হন সফল মানুষেরা, তাদের সকলেরই চিন্তা ভাবনার ধরন কি একই এ ধরনের অজানা কৌতুহলী বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা সিটি কলেজ, সরকারি বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে  

দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অন্যরকম এই তরুণ উদ্যোক্তা।

টকস শেষে ধন্যবাদ জানিয়ে পরবর্তী পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানান জিরো টু ইনফিনিটির সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।

উল্লেখ্য, প্রতি মাসে ‘জিরো টু টকসে’র দুটি পর্ব অনুষ্ঠিত হয়।   টকস এর সম্পূর্ণ ভিডিও  প্রতিষ্ঠানের ওয়েবসাইটে  (bn.zero2inf.com) পাওয়া যাবে।
এ আয়োজনের  পৃষ্ঠপোষক  ইথিক লিমিটেড, সহযোগি বাংলাদেশ বজ্ঞিান জনপ্রিয়করণ সমিতি এবং ওপেন নলেজ ফাউন্ডশেন এবং স্যোশাল মিডিয়া মার্কেটার Ezze Technology।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।