ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডি-লিংক রাউটারে ব্যাকপ্যাক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
ডি-লিংক রাউটারে ব্যাকপ্যাক

ডি-লিংক’র ডিআইআর-৬০৫ এল, ৬০০ এল, ৫০৬ এল এবং ডিডব্লিউআর-৭৩০বি, ১১১ ও ১১৩ মডেলের তারহীন প্রযুক্তির এই ছয়টি মডেলের রাউটারের সাথে ব্যাকপ্যাক উপহার দিচ্ছে কম্পি‌উটার সোর্স।

রাউটারগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড ও আইফোন সমর্থিত ৬০০এল এবং ৬০৫এল মডেলের ব্রডব্যান্ড রাউটারের ডাটা ট্রান্সফার রেট যথাক্রমে ১৫০ ও
৩০০এমবিপিএস।

পকেট রাউটার হিসেবে রয়েছে ডিআইআর ৫০৬ এল, ডিডব্লিউআর ১১১ ও ১১৩ মডেল। এ মডেল ব্যবহারকারীরা ব্রডব্যান্ডের পাশাপাশি মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। ৭৩০বি মডেলের রাউটারটিতে রয়েছে সিম ব্যবহারের সুবিধা।

আর ঘরে কিংবা অফিসে তারহীন সুবিধায় নির্দিষ্ট গন্ডিতে ডিআইআর-৬০৫ এল, ৬০০ এল, ১১১ ও ১১৩ মডেলের রাউটারের মাধ্যমে ১২ থেকে ১৫ জন ইন্টারনেট সুবিধা নিতে পারবে। এছাড়া ডিআইআর ৫০৬এল ও  ডিব্লিউআর ৭৩০বি মডেলের মাধ্যমে ৮ থেকে ১০জন এক নেটওয়ার্কের মাধ্যমেই উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত থাকতে পারবে।

সীমিত সময়ের জন্য উপহার ঘোষিত এই রাউটারগুলোর সঙ্গে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।