ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে বিল্টইন প্রসেসরসহ এসরক মাদারবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
বাজারে বিল্টইন প্রসেসরসহ এসরক মাদারবোর্ড

ডুয়্যালকোর ফোর্থ জেনারেশন ২.৪১ গিগাহার্জ প্রসেসর সমৃদ্ধ শতভাগ সলিড ক্যাপাসিটরের এসরক ডি১৮০০এম মডেলের মাদারবোর্ড এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে।

কম্পিউটার সিটি টেকনোলজিস  পরিবেশনকৃত গিগা ল্যানকার্ড সমৃদ্ধ মাদারবোর্ডটিতে ৫:১ চ্যানেল অডিও, ডিডিআর৩/এল ডুয়াল চ্যানেল সর্বোচ্চ ১৬জিবি সাপোর্টেড মেমোরি স্লট রয়েছে।



৬ হাজার ২’শ টাকায় পাওয়া যচ্ছে মাদারবোর্ডটি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।