ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটকয়েন নেবে পেপ্যাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
বিটকয়েন নেবে পেপ্যাল

ঢাকা: ইন্টারনেটে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান পেপ্যাল (PayPal)  শিগগিরই মুদ্রা লেনদেনের জন্য ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন (bitcoin) নেওয়া শুরু করবে।

পেপ্যালের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ই-বে’র (eBay) ব্রেইনট্রি (Braintree) শাখার  প্রধান বিল রেডি প্রযুক্তি বিষয়ক নিউজ ওয়েবসাইট টেকক্রাঞ্চ (TechCrunch) সোমবার যুক্তরাষ্ট্রের সানসফ্রান্সিস্কোতে আয়োজিত ডিসরাপ্ট এসএফ সম্মেলনে (Disrupt SF conference) একথা জানান।



বিল রেডি বলেন, বিটকয়েন গ্রাহকদের ভাল একটি অভিজ্ঞতা দেবে।

এর আগে ২০১৩ সালের এপ্রিলে ই-বে’র প্রধান নির্বাহী কর্মকর্তা জন ডোনাহো ভবিষ্যৎ বাণী করেন, আগামী ৫ বছর মধ্যে ভার্চুয়াল মুদ্রা ব্যাপক আকারে ব্যবহৃত হবে। জন আরো জানিয়েছিলেন, তারা বিটকয়েনের উপর লক্ষ্য রাখছেন এবং পেপ্যালে এটি ব্যবহারের উপায় পেয়ে যাবেন বলে আশা করেন।

পেপ্যালই বিটকয়েনের উপর নজর রাখা প্রথম মুদ্রা প্রেরণকারী প্রতিষ্ঠান নয়। এর আগে ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম জানিয়েছিলো- তারাও ডিজিটাল মুদ্রার ওপর চোখ রাখছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এ বছরের মার্চে বলেছিলো- অচিরেই তারা ভার্চুয়াল মুদ্রার নিয়ন্ত্রণ শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।