ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবারো সিসকো’র চ্যানেল প্রিমিয়ার পার্টনার কম্পিউটার সোর্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
আবারো সিসকো’র চ্যানেল প্রিমিয়ার পার্টনার কম্পিউটার সোর্স

সিসকো চ্যানেল প্রোগ্রামে পঞ্চমবারের মতো প্রিমিয়ার পার্টনারের সনদ পেয়েছে কম্পিউটার সোর্স। সিসকো এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডিসন এফ পেরেস স্বাক্ষরিত সম্মাননা স্মারক অনুযায়ী বাংলাদেশে সিসকো নেটওয়ার্কিং সল্যুশন সেবা প্রদানের স্বীকৃতি আরও এক বছরের জন্য বর্ধিত করা হয়।



ফলে আগামী বছরের আগস্ট পর্যন্ত সিসকো ডাটা সেন্টার, ভয়েস ও ভিডিও, নেটওয়ার্কিং সল্যুশনস সেবা অব্যাহত রাখবে দেশের অন্যতম এই প্রযুক্তিপণ্য সরবরাহকারী এবং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম সিসকো প্রিমিয়ার পার্টনার হয় কম্পিউটার সোর্স। তখন থেকেই সেবামান অক্ষুণœ রেখে প্রতিষ্ঠানটি প্রতিবছর এই সনদ লাভ করতে সক্ষম হয়।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।