ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউজার গাইড :.

১৯টি হট কি সেবা নিয়ে আসছে ফেসবুক!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
১৯টি হট কি সেবা নিয়ে আসছে ফেসবুক!

এ মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে আছে ফেসবুক। আর অনলাইনভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমও ফেসবুক।

বিশ্বজুড়ে এ সাইটে ভক্তের সংখ্যাও তুলনামূলক বেশি। তাই ভক্তদের ব্যবহারের সুবিধার্ধে ফেসবুকে ১৯টি হট কি এর ফিচার যুক্ত হচ্ছে। সূত্র এ তথ্য জানিয়েছে।

আইএসকিউ কাউড এবং অ্যানড্রইডভিত্তিক সামাজিক যোগাযোগ সাইটের ইনস্ট্যান্ট বাটন সালসা ফোনে ফেসবুকবান্ধব কি এর কিবোর্ড অবমুক্ত করবে। এরই মধ্যে বেশকিছু মাধ্যমে অ্যপলিকেশনের মানোন্নয়ন করেছে ফেসবুক।

আর সোশ্যাল কিবোর্ড, সামাজিক সাইটে সহজে প্রবেশের লক্ষ্য নতুন ব্র্যান্ডের কিবোর্ডের জানানও দিয়েছেন। এ কিবোর্ডে থাকছে ১৯টি স্পর্শক বাটন। মূলত এগুলো ফেসবুকের বিভিন্ন কার্যক্রমভিত্তিক শটকার্ট কি। উল্লেখ্য, এ কিবোর্ডে সব মিলিয়ে ১০৪টি কি আছে। এর মূল্য ৩০ ডলার।

নতুন কিবোর্ড ফেসবুক ভক্তদের অ্যালবাম, ফটো শেয়ার, ইনভাইটের কার্যক্রম দ্রুত সম্পাদন করতে সাহায্য করবে। যা ইউএসবি পোর্টে সংযোগ এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে নিয়ন্ত্রিত হবে।

আলোচিত ১৯টি হট কি এর মধ্যে অন্যতম হচ্ছে হোম, মেসেজ, নোটিফিকেশন, এডিট প্রোফাইল, ইভেন্টস, গ্রুপস, ফ্রেন্ডস, ফোনবুক, হেল্পসেন্টার, অ্যাকাউন্ট সেটিং, প্রাইভেসি সেটিং, স্লিপ, ফটো, আপলোড ফটো, আপলোড ভিডিও, গেমস, লিঙ্কস, অ্যাডস প্ল্যাস পেজ এবং ফেসবুক ফর ডেভেলপার।

আগ্রহীরা তাদের নিজস্ব ফেসবুক সাইটের লিঙ্কে ১৯টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।