ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুক্রবার থেকে ঢাকায় ডেলের কার্নিভাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
শুক্রবার থেকে ঢাকায় ডেলের কার্নিভাল

ঢাকা: শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী ডেল কোম্পনির কার্নিভাল শুরু হচ্ছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডেলের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।



এ সময় তিনি এ কার্নিভাল বা মেলার বিভিন্ন দিক সাংবাদিকদের তুলে ধরেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে দুই দিন। শুক্র ও শনিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডেলের এ মেলা চলবে।

তিনি বলেন, এ মেলা সবার জন্য উন্মুক্ত। প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি।

আতিকুর রহমান জানান, এই কার্নিভাল বা মেলা থেকে ডেলের গ্রাহকরা তাদের যে কোনো পণ্য ফ্রি সার্ভিসিংও করাবার সুযোগ পাবেন।

ডেলের ১৫ ডিলার এ মেলায় স্টল দেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।