ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন আইপ্যাড আনছে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
নতুন আইপ্যাড আনছে অ্যাপল

ঢাকা: শিগগিরই দু’টি নতুন আইপ্যাড আনছে অ্যাপল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



এছাড়া আগামী ২১ অক্টোবর ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে সূত্রটি।

সংবাদমাধ্যম জানায়, অ্যাপল তার সিক্সথ জেনারেশন আইপ্যাড ও আইপ্যাড মিনির তৃতীয় অ্যাডিশান অবমুক্তের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে অ্যাপলের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

আইপ্যাডটির পর্দা ৯.৭ ইঞ্চি ও আইপ্যাড মিনির পর্দা ৭.৯ ইঞ্চি হবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি অর্থবছরের জুন পর্যন্ত বিশ্বব্যাপী এক কোটি ৩৩ লাখ আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল, য‍া প্রতিষ্ঠানটির ধারণার চেয়ে ৬৭ ‍লাখ কম।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।