ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেবা প্রদানের কার্যকারিতা নিশ্চিত করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
সেবা প্রদানের কার্যকারিতা নিশ্চিত করতে হবে ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, আগে সরকারি কাজগুলো অনেকটা বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে হতো। ‘সেবাকুঞ্জ’ একটি অনন্য বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছে।

সেবাপ্রদানের কার্যকারিতা নিশ্চিত করতে পারলে এর উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

সোশ্যাল গুড সামিট-২০১৪ উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে দু’টি ওয়েব পোর্টালের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, সেবাকুঞ্জ দিয়ে জনগণ সেবা পাচ্ছেন কিনা, তা মনিটরিংয়ে সংসদ সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। একজন নাগরিক সার্ভিসটি পাচ্ছেন কিনা তাও দেখা দরকার। কারণ এর মাধ্যমে এলাকার মানুষের উপকার হচ্ছে। এজন্য একটি প্রচার ব্যবস্থারও প্রয়োজন রয়েছে।    

সরকারি সব সেবা এক ঠিকানায়- শ্লোগান সামনে রেখে সেবাকুঞ্জ বা সার্ভিস পোর্টাল (services.portal.gov.bd) এবং সরকারি ফরম নিয়ে চালু হলো ফরম পোর্টাল (forms.gov.bd)।   

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

** সরকারি সব সেবার ঠিকানা নিয়ে চালু হলো ‘সেবাকুঞ্জ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।