ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইরানে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং ট্যাঙ্গো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ইরানে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং ট্যাঙ্গো

একইসাথে তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হতে যাচ্ছে ইরানে। বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানায় দেশটিতে হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং ট্যাঙ্গো নিষিদ্ধের জন্য ইরানের বিচার বিভাগ এক মাস সময় বেঁধে দিয়েছে।



এছাড়া ‘সাউথ চাইনা মর্নিং পোষ্ট’ ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মাহমুদ বায়েজীকে পাঠানো অ্যাটর্নি জেনারেল গোলামহোসেইন মহসেনি ইজেই এর চিঠির বিবৃতি
প্রতিবেদনে প্রকাশ করে। বলা হয়,

বিচার বিভাগীয় প্রধানের নির্দেশের পর তিনটি সেবা মাধ্যমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখার সময় এখন এক মাস।

উল্লেখ্য, চিঠিতে হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং ট্যাঙ্গো’র মাধ্যমে আদান প্রদান করা মেসেজের খারাপ দিকগুলো সম্পর্কে বলা হয়, এসব মাধ্যমে সরকার বিরোধী এবং অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যকরা সব মেসেজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

একই ধরনের অভিযোগে আগেও দেশটিতে ইউটিউব, গুগল বন্ধ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।