ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে গ্রামীণফোনের ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বাগেরহাটে গ্রামীণফোনের ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের মংলায় নদী ভাঙন ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের মাঝে গ্রামীণফোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মংলা পোর্ট পৌরসভা চত্বরে ২৭০ জন ও পশুর নদীর পশ্চিম পাড়ার বানীশান্তা যৌনপল্লীতে ১৩০ জন দুর্গতের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।



নদী ভাঙন ও প্রাকৃতিক জলোচ্ছ্বাসে (অস্বাভাবিক জোয়ারের পানিতে) ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের গ্রামীণ ফোনের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী।

এসময় উপস্থিত ছিলেন- গ্রামীণ ফোন’র ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মো. বেল্লাল হোসেন, টেরিটরি অফিসার তন্ময় দে মণ্ডল, মাইদুল ইসলাম খান ও সিম রামেল প্রমুখ।

পরে দুপুরে বানীশান্তায় ত্রাণ বিতরণ করে গ্রামীণ ফোনের কর্মকর্তারা।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, তেল, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের জন্য গ্রামীণ ফোনের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।